নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথায় বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় যুবদলের নেতারা। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারের বাড়িতে গিয়ে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে চাল-ডাল, আলু, তেল ও নগদ অর্থ দেওয়া হয়।
ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ, মো. এনায়েত হোসেন, মো. মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্যা, শিমুল মিয়া, তরিকুল ইসলাম লায়েক, কোবির দর্জি, আখের আলী, মজিবুর রহমান, ছাত্রদল নেতা হাসিব প্রমুখ।
সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমুজুরদের মাঝে সামান্য ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এরপর শামা ওবায়েদ নিজেও এসে ক্ষতিগ্রস্তদের পাঁশে দাড়াবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।
উল্লেখ্য, টানা বৃষ্টির মধ্যে বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গেছে আবার কারো ঘর মাটির সাথে মিশে গেছে. ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমুজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে ও উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমুজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নীচে বসবাস করছেন।
Leave a Reply