নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
ফরিদপুর বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন বাগডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুমুল মারামারির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫/৬/২৫ রবিবারে বেলা ২টার দিকে মোঃ ইলিয়াস বিশ্বাস কলি মাঝি বাজারে চা খেতে গেলে সজল নামের একটি ছেলে তাকে ঐ বাজারে আসতে নিষেধ করে। দুইজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী কলিমাঝি গ্রাম থেকে বেলা আনুমানিক ২:৪৫ সময় ১০/১২ জন যুবক ছেলে দলবেঁধে বাগডাঙ্গা মোঃ সোনা বিশ্বাসের বাড়ির উপর এসে অতর্কিত হামলা চালায়, এবং চিৎকার করে ইলিয়াসকে ডাকতে থাকে। ঘর থেকে ইলিয়াস বেরোনোর সাথে সাথেই তাকে এলোপাথারি মারপিট শুরু করে। বড় ভাইয়ের রক্তাক্ত যখন দেখে ছোট ভাই কিবরিয়া ঠেকাতে গেলে ডান হাতে কোপ লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে এলো পাথারী বাড়ী লাগে। মর্মান্তিক আহত অবস্থায় তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেেক্স নিয়ে ভর্তি করা হয়। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এলাকাবাসী ত্রিপল নাইনে ফোন করলে সাথে সাথে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে ভুক্তভোগীরা বোয়ালমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা বলেনঃ যারা নির্মম নৃশংস ভাবে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সবাই তাদেরকে চিনি আওয়ামী লীগ সমর্থিত
রূপপাত ইউনিয়ন কলিমাঝি গ্রামের ১| মৃত আক্কাস মেম্বারের ছেলে রনিও আঃ সামাদ (সজল) মোল্লা ২| মোঃ জাহিদ ৩| বাবু মোল্লা ৪| মুক্তিযোদ্ধা সেকেন্দার মোল্লার ছেলে মুকুল আরো অজ্ঞাত ১০-১২ জন মিলে আমাদের বাড়িতে হামলা চালায় এবং আমাদের দুই ভাইকে মারধর করে। শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, আহত কিবরিয়াকে আলফাডাঙ্গা হাসপাতালে দেখতে যান, এবং এই ঘটনা তীব্র নিন্দা জানান, তিনি বলেন প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাই
Leave a Reply