নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুর সদরপুর ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় । এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আকোটেরচর ইউনিয়নের কদম শিকদারের ডাঙ্গী গ্রামের ইসমাইল বেপারীর পুত্র আউয়াল বেপারী(৪০) ও একই গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র নয়ন মিয়া(২২)।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
