নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বাবুরচর এলাকার নতুন ডাঙ্গী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৫০) ও তার স্ত্রী শিউলি (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে দাদন মাতুব্বর মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় এক প্রকার ত্রাস হিসেবে পরিচিত। স্থানীয়রা তার ভয়ে মুখ খুলতে সাহস পান না।
তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন ও সহযোগিতা করতে হবে। আটককৃতদের বিরুদ্ধে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, আমরা যদি এই বিষয়ে মুখ খুলি, তাহলে দাদন জেল থেকে বেরিয়ে এসে আমাদের ওপর হামলা চালাবে।
Leave a Reply