ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় রাস্তার পাশ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালী রুমান তালুকদারের বিরুদ্ধে

Doinik Kumar
জুন ২২, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবারিয়া এলাকায় রাস্তার পাশ থেকে সরকারি ৫টি রেন্ডি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী রুমান তালুকদারের বিরুদ্ধে। তিনি উপজেলার ছোটকাজুলী গ্রামের পিরু তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২০ জুন) সকালে পুরাপাড়া-নগরকান্দা সড়কের দেলবারিয়া অংশ থেকে গাছগুলো কেটে নিয়ে যান রুমান তালুকদার ও তার লোকজন। এলাকাবাসীর দাবি, গাছগুলো সরকারি জমির পাশে অবস্থিত ছিল এবং এগুলো কাটার কোনো সরকারি অনুমতি ছিল না।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সহকারী তহসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে দেখা হবে গাছগুলো সরকারি জায়গায় ছিল কি না। যদি সরকারি গাছ কাটা হয়ে থাকে, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।