খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাওয়ের হরিপুর চাপাসার সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশে নাগরিককে পুইইন করেছে ভারতীয় বিএসএফ। শুক্রবার (২০ জুন) বাংলাদেশ ভুখন্ডে তাদের আটক করে বিজিবির টহল দলের সদস্যরা। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বিজিবি।
দিনাজপুরে ৭ জনকে পুশইন করল বিএসএফ
বিজিবি ৪২ ব্যাটালিযনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিপুর চাপাসার বিওপি আওতাধীন সীমান্ত মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে বৃহস্পতিবার শেষ রাতে ৭ জন বাংলাদেশীকে পুইইন কওে বিএসএফ। এদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ১ জন শিশু রয়েছে।
জানা গেছে, প্রায় ২৩ বছর আগে তারা ভারতের মুম্বাই নগরীতে কাজের সন্ধানে যায়। সপ্তাহখানেক আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেফতার করে ১৯ জুন সীমান্ত এলাকায় বিএসএফ নিয়ে আসে। রাত ২টায় দিকে তাদের ঠেলে দেয় বাংলাদেশ ভুখন্ডে। এসময় চাপাসার বিওপির সদস্যরা তাদের আটক করে।
বিজিবি সূত্রটি জানিয়েছে, তাদের পৈত্রিক নিবাস বাংলাদেশে। আটককৃতদের আত্বীয় স্বজন বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্মনিবন্ধন যাচাই বাছাই কওে নাগরিকক্ত নিশ্চিত হয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণে ৭ জনকে ঠাকুরগাও হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বিজিবি। বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply