ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অপ্রাপ্তবয়স্ক ছেলের মাধ্যমে মাদক বিক্রি, যৌথ বাহিনীর অভিযানে ১ জন আটক 

Doinik Kumar
জুন ১৯, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার কাচারিটেক ব্রিজ বাজার এলাকায় অপ্রাপ্তবয়স্কদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে যৌথ বাহিনীর এক অভিযানে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।

১৮ জুন বিকাল ৪টা ৩০ মিনিটে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকাটির একটি দোকানকে ঘিরে তল্লাশি চালানো হয়, যেটি স্থানীয়ভাবে ‘নিজাম স্টোর’ নামে পরিচিত।

তল্লাশির সময় দোকানের ক্যাশবক্স এবং নিচে থাকা একটি গোপন ভাণ্ডার (আন্ডারগ্রাউন্ড স্টোরেজ) থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ওই সময় ইদ্রিস মৃধা (১৫) নামের এক কিশোরকে মাদক বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়। জানা যায়, সে এই মাদকচক্রের মূল হোতা নিজাম মৃধা (৪৫)-র সর্বকনিষ্ঠ পুত্র।

উদ্ধারকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে: ৭৯টি ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, ৫০টি ভায়াগ্রা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, আটক ইদ্রিস মৃধাকে বিকাল ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য মতে, অভিযুক্ত নিজাম মৃধা দীর্ঘদিন ধরে এই এলাকায় কিশোরদের ব্যবহার করে অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মাদক ক্রয়-বিক্রির জন্য তার দোকানটিকে কেন্দ্র করে একটি সক্রিয় চক্র গড়ে ওঠে, যার নেতৃত্বে সে নিজেই ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।