রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানকুনি পাতার যত গুণ ইতিহাসের এই দিনে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা ভাদ্র মাসে লাউ চাষ করবেন যেভাবে বাবা-ছেলেকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইনি ব্যবস্থা নিলেন অপূর্ব রিয়াল মাদ্রিদের নতুন নাম্বার নাইন এনড্রিক ‘এটা মনগড়া’, ব্যালন ডি’অরে আর আস্থা নেই রোনালদোর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ক্ষোভ ঝাড়লেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে ফরিদপুরে বিএনপির র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বোচাগঞ্জে ৫ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত উন্নতম আসামি আশা আক্তার কে চোখের ইশারায় পালাতে সহযোগিতা করেছেন দিনাজপুর পিবিআই পুলিশ বোচাগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা আসামিদের পালানোর সাহায্য করলো ইউপি সদস্য মিরাকfশ্মীরি 

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১.৩২ পিএম
  • ১২২ জন সংবাদটি পড়েছেন

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

বোচাগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প নিয়ে অনিয়ম, দুর্নীতি এবং পলাতক আসামিদের সহযোগিতার অভিযোগে মহিলা ইউপি সদস্য মিরাকশ্মীরি স্বামী মোঃ আলিম ও তার সহযোগী আঃ মালেক সহ ৩ জনের বিরুদ্ধে ৪ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ১ টি মামলায় সমন ও ১টি মামলা তদন্তধীন রয়েছে।

মামলা নম্বর ১: বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩ । আসামি তিনজন নাম ১/ মোঃ লাইছুর রহমান ২/ মোছাঃ লিপি আক্তার ৩/ মোছাঃ আশা আক্তার

মামলা নম্বর ২: দিনাজপুর কোর্ট সিআর নং ২৫৪/২৪ গ্রেফতারি পরোয়ানা । আসামি দুইজন নাম ১/ মোছাঃ আশা আক্তার ২/ লাইছুর রহমান

মামলা নম্বর ৩: দিনাজপুর কোর্ট সিআর নং ৯০১/২৪ গ্রেফতারি পরোয়ানা । আসামী ৫ জন নাম ১/ লাইছুর রহমান ২/ মালেক ওরফে চৌধুরী ৩/ মিরা কাশ্মীরি ৪/ আশা আক্তার ৫/ লিপি আক্তার। বর্তমানে ২ এবং ৩ জামিনে আছে

মামলা নম্বর ৪: দিনাজপুর কোর্ট সিআর নং ২৪৩/২৪ সমন জারি । আসামী তিন জন নাম ১/ লাইছুর রহমান ২/ লিপি আক্তার ৩/ আশা আক্তার

মামলা নম্বর ৫: দিনাজপুর কোর্ট সিআর নং ২১৪৭/২৫ বোচাগঞ্জ থানায় তদন্ত দিয়েছেন। আসামী আটজন নাম ১/ রাসেল খান ২/ মিরা কাশ্মীরি ৩/ আঃ মালেক ওরফে চৌধুরী ৪/ আঃ আলিম ৫/ লাইছুর রহমান ৬/ লিপি আক্তার ৭/ আশা আক্তার ৮/ আলো আরজিনা

মামলা নম্বর ৬: দিনাজপুর নির্বাহী কোর্ট এমআর ১/২৪ সার্চ ওয়ারেন্ট এর আদেশের অপেক্ষায় আসামি নয়জনের বিরুদ্ধে নাম ১/ আশা আক্তার ২/ লাইছুর রহমান ৩/ লিপি আক্তার ৪/ রাশিদা আক্তার ৫/ দেলোয়ার হোসেন ৬/ নয়ন মিয়া ৭/ রুবেল সাকিব ৮/ রুবেল ৯/ জাহিদ হাসান শুভ।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা মোটা অংকের টাকার বিনিময়ে গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প থেকে পালিয়ে যায় এবং এতে স্থানীয় একাধিক ব্যক্তির সহযোগিতা ছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং তাদের শেষ অবস্থান ছিল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা সংলগ্ন এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে এই পলায়নে সহায়তা করেছেন। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় দুইটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং দিনাজপুর কোর্টে দায়ের করা হয়েছে ছয়টি পৃথক মামলা।

সচেতন মহল মনে করছেন, পলাতক আসামিদের খুঁজে বের করা ও আইনের আওতায় আনা পুলিশের প্রথম দায়িত্ব। একইসাথে যারা পালাতে সহযোগিতা করেছে বা ইন্ধন জুগিয়েছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ জনগণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION