ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা আসামিদের পালানোর সাহায্য করলো ইউপি সদস্য মিরাকfশ্মীরি 

Doinik Kumar
জুন ১৯, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

বোচাগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প নিয়ে অনিয়ম, দুর্নীতি এবং পলাতক আসামিদের সহযোগিতার অভিযোগে মহিলা ইউপি সদস্য মিরাকশ্মীরি স্বামী মোঃ আলিম ও তার সহযোগী আঃ মালেক সহ ৩ জনের বিরুদ্ধে ৪ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ১ টি মামলায় সমন ও ১টি মামলা তদন্তধীন রয়েছে।

মামলা নম্বর ১: বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩ । আসামি তিনজন নাম ১/ মোঃ লাইছুর রহমান ২/ মোছাঃ লিপি আক্তার ৩/ মোছাঃ আশা আক্তার

মামলা নম্বর ২: দিনাজপুর কোর্ট সিআর নং ২৫৪/২৪ গ্রেফতারি পরোয়ানা । আসামি দুইজন নাম ১/ মোছাঃ আশা আক্তার ২/ লাইছুর রহমান

মামলা নম্বর ৩: দিনাজপুর কোর্ট সিআর নং ৯০১/২৪ গ্রেফতারি পরোয়ানা । আসামী ৫ জন নাম ১/ লাইছুর রহমান ২/ মালেক ওরফে চৌধুরী ৩/ মিরা কাশ্মীরি ৪/ আশা আক্তার ৫/ লিপি আক্তার। বর্তমানে ২ এবং ৩ জামিনে আছে

মামলা নম্বর ৪: দিনাজপুর কোর্ট সিআর নং ২৪৩/২৪ সমন জারি । আসামী তিন জন নাম ১/ লাইছুর রহমান ২/ লিপি আক্তার ৩/ আশা আক্তার

মামলা নম্বর ৫: দিনাজপুর কোর্ট সিআর নং ২১৪৭/২৫ বোচাগঞ্জ থানায় তদন্ত দিয়েছেন। আসামী আটজন নাম ১/ রাসেল খান ২/ মিরা কাশ্মীরি ৩/ আঃ মালেক ওরফে চৌধুরী ৪/ আঃ আলিম ৫/ লাইছুর রহমান ৬/ লিপি আক্তার ৭/ আশা আক্তার ৮/ আলো আরজিনা

মামলা নম্বর ৬: দিনাজপুর নির্বাহী কোর্ট এমআর ১/২৪ সার্চ ওয়ারেন্ট এর আদেশের অপেক্ষায় আসামি নয়জনের বিরুদ্ধে নাম ১/ আশা আক্তার ২/ লাইছুর রহমান ৩/ লিপি আক্তার ৪/ রাশিদা আক্তার ৫/ দেলোয়ার হোসেন ৬/ নয়ন মিয়া ৭/ রুবেল সাকিব ৮/ রুবেল ৯/ জাহিদ হাসান শুভ।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা মোটা অংকের টাকার বিনিময়ে গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প থেকে পালিয়ে যায় এবং এতে স্থানীয় একাধিক ব্যক্তির সহযোগিতা ছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং তাদের শেষ অবস্থান ছিল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা সংলগ্ন এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে এই পলায়নে সহায়তা করেছেন। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় দুইটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং দিনাজপুর কোর্টে দায়ের করা হয়েছে ছয়টি পৃথক মামলা।

সচেতন মহল মনে করছেন, পলাতক আসামিদের খুঁজে বের করা ও আইনের আওতায় আনা পুলিশের প্রথম দায়িত্ব। একইসাথে যারা পালাতে সহযোগিতা করেছে বা ইন্ধন জুগিয়েছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ জনগণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।