মাহ্ফুজা আক্তার
বাংলা পঞ্জিকায় মঙ্গলবার ছিল আষাঢ়ের তৃতীয় দিন। বাতাসে বৃষ্টির ঘ্রাণ আর চারপাশে ছড়িয়ে আছে জলজ ছাপ। দিন গণনার হিসেবে আজ বুধবার (১৮ জুন) আষাঢ়স্য চতুর্থ দিবস। গরমে হাঁসফাঁসের দিনগুলো পার হয়ে এলো আশার ‘আষাঢ়’।
তবে প্রথম দুই দিন পরেই কথা রেখেছে আষাঢ়। দেখা মিলেছে দুই দফা বৃষ্টির। আষাঢ়ের দ্বিতীয় দিন বৃষ্টি হলেও এদিন ছিল বেশ তাপমাত্রা। সকাল থেকে তা লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকে শীতল হতে শুরু করে প্রকৃতি।
দাবদাহ পেরিয়ে বরিষধারা স্বস্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে। গাছের ভেজা সবুজ পাতা আর মেঘলা আকাশ মনকে প্রশান্তি দিয়েছে। দীর্ঘ তাপদাহ ও প্রচ- গরমে হাঁসফাঁস করছিল ফরিদপুরের জনজীবন। টানা নয় দিন মৃদু তাপপ্রবাহের সোমবার রাতে নামে স্বস্তির বৃষ্টি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩ জুন ১৯ মিলিমিটার ও ৪ জুন ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল ফরিদপুরে। এরপর থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। গত ৬ জুন থেকে শনিবার পর্যন্ত টানা ৯ দিন রাজশাহীতে বয়ে যায় মৃদু তাপপ্রবাহ। বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরম আরও বেশি অনুভূত হচ্ছিল।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, আকাশে এখনও মেঘ রয়েছে, আরও বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি সপ্তাহজুড়ে ফরিদপুর ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Leave a Reply