নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানের খালেদ মোহাম্মদ ওরফে তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগম (২৬) কে শহরের ঝিলটুলীস্থ একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ টি ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ জব্দ করা হয়।
খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর মহল্লার বাসিন্দা।
যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, খালেদ মাহমুদ শহরে ছিনতাই এবং সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। তার নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। তিনি শহরের ঝিলটুলি এলাকায় ছোট একটি কক্ষ ভাড়া নিয়ে মাদকের কারবার করেন। গোপন এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়া বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি তল্লাশি করে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়। মঙ্গলবার রাতেই তাদের ফরিদপুর কোতয়ালী থানায় স্থনান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মদকসহ মোট পাঁচটি মামলার কথা জানা গেছে।
তিনি বলেন, গ্রেফতারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলাদায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply