নিজস্ব প্রতিবেদক, পাংশা
ধারালো অস্ত্র ছুরি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অপরাধে হাসমত মন্ডল (২১) কে গ্রেপ্তার করেছে পাংশা র্যাব-১০। সোমবার (১৬ জুন) আনুমানিক রাত আনুমান ৮টার সময় র্যাব-১০ রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কুঠিমালিঘাট এলাকায় অভিযান চালিয়ে আসামী হাসমত মন্ডলকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুন রবিবার সকাল সাড়ে ১০টার সময় ভিকটিম (১৩) প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে আসামী হাসমত মন্ডল (২১) ভিকটিমকে তার পথরোধ করে ধারালো অস্ত্র ছুরি দিয়ে ভয় দেখিয়ে রাজবাড়ীর পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম বেসরকারি স্কুলের পেছনে পানের বরজের ভেতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা রাজবাড়ী জেলার পাংশা থানায় একটি অভিযোগ দায়ের করে। থানার মামলা নং- ২২, তারিখ- ১৫/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) রুজু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
উল্লেখ্য, আসামী হাসমত মন্ডল (২১) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুঠিালিঘাট গ্রামের জেহের মন্ডলের ছেলে।
Leave a Reply