সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

ওসি’র অপসারণ ও টোকাই ফয়সালের গ্রেফতারের দাবিতে বোচাগঞ্জে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১০.১৭ এএম
  • ১১৩ জন সংবাদটি পড়েছেন
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
ওসির অপসারণ ও আলোচিত টোকাই ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বোচাগঞ্জ থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, “কিশোর গ্যাং” ও স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্যে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়ভাবে পরিচিত টোকাই ফয়সাল নামে একজন ব্যক্তি ও তার সঙ্গীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।
বক্তারা অভিযোগ করেন, শিশু ও কিশোরদের জড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।  সম্প্রতি ‘শিশির’ নামে এক যুবকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা বলেন, বোচাগঞ্জ থানার ওসি’র অপসারণ, টোকাই ফয়সাল ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, কিশোর গ্যাং দমনে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ এবং‘শিশির’ হত্যাচেষ্টার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি’র কোন মন্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION