ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই মাসের গর্ভবতী নারী, শারীরিক নির্যাতনের অভিযোগ

Doinik Kumar
জুন ১৫, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছে দুই মাসের গর্ভবতী নারী। ঘটনাটি মোজাদী বাজার সংলগ্ন কবিরাজ পাড়া ৩নং মুর্শিদাহাট সেতাবগঞ্জ পৌরসভায়।
জানা যায়, গত ৪ জুন বুধবার এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও দিনাজপুর জেলা প্রতিনিধি খাঁন মোঃ আঃ মজিদ। বিশ্বস্ত একটি সূত্র থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দসাংবাদিক আঃ মজিদ খান আইরিন খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করেন।
ভিকটিম আইরিন খাতুন জানান, কয়েক মাস ধরে তার মোবাইলে যোগাযোগের মাধ্যমে রিপন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিপনের বয়স বর্তমানে ১৮ বছর। সেই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। আইরিন অভিযোগ করেন, রিপন তাকে তিনবার ধর্ষণ করেছে এবং এখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।
আরো জানা যায়, রিপনের সঙ্গে আইরিনের চাচি-ভাইস্তার সম্পর্ক রয়েছে, তবে সেই সামাজিক সম্পর্ক ভেঙে প্রেমে জড়িয়ে পড়েন তারা। ভিকটিমের দাবি, এখন তিনি বিয়ের দাবিতে রিপনের বাড়িতে অবস্থান করছেন। এ সময় রিপনের পরিবারের সদস্য মোঃ আজিজুর (রিপনের পিতা), নিলি বেগম (রিপনের মাতা), এবং লিটনের স্ত্রীসহ কয়েকজন মিলে তাকে শারীরিকভাবে মারধর করেন।
আইরিন খাতুনের স্থায়ী ঠিকানা পীরগঞ্জ, পিতা মোঃ মোখলেছুর রহমান। তিনি তিন স্বামী পরিত্যক্তা, একজন সন্তানের জননী এবং বর্তমানে স্বামী আনোয়ারের বাড়ির পাশে রিপনের বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি মূলত ঘটেছে ঢাকার গাজীপুরে। ফলে অভিযোগ কিংবা মামলা হলে সেটি গাজীপুর থানাতেই করা হবে বলে জানান বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার। তিনি বলেন, “ঘটনার স্থান অনুযায়ী এখান থেকে মামলা নেওয়া সম্ভব নয়।”
এদিকে অভিযোগ রয়েছে, কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি (যাদের অনেকে মিডিয়া পরিচয়ে পরিচিত), রিপনের পিতার কাছে ঘটনাটি ধামাচাপা দেওয়ার শর্তে ৫ লক্ষ টাকা দাবি করেছেন। তবে যারা এই অর্থ দাবি করেছেন, তাদের নাম আগামী তে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সচেতন মহল, বোচাগঞ্জ ও দিনাজপুরের সাধারণ মানুষ বিষয়টি তদন্ত করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।