নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
শুক্রবার দিনাজপুর রেলওয়ে স্টেশনে হঠাৎ করে পরিদর্শনে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। তারা যাত্রীদের টিকিট যাচাইসহ স্টেশনের বিভিন্ন অংশে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন। এই অভিযানে ট্রেনযাত্রীদের মধ্যে সচেতনতা ও শৃঙ্খলা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
স্থানীয় যাত্রী ও পথচারীদের মধ্যে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে রেলওয়ে স্টেশন এলাকায় বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা কমে যাবে।
এ বিষয়ে একজন যাত্রীর মন্তব্য, “সেনাবাহিনীকে দেখে আমরা আশ্বস্ত বোধ করেছি।
তবে আমাদের আরও একটি চাওয়া আছে দিনাজপুর শহরে অনেক মাদকাসক্ত ব্যক্তিকে দেখা যায়, যাঁরা প্রায়ই স্টেশন এলাকায় ঘোরাফেরা করে। সেনাবাহিনী ও প্রশাসনের কাছে অনুরোধ, যেন মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”
সেনাবাহিনীর এই উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় বাসিন্দারা আশাবাদী, ভবিষ্যতে মাদক নির্মূল ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply