ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পর্নোগ্রাফির ভয় দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রের মূলহোতা তুহিন গ্রেফতার

Doinik Kumar
জুন ১৫, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি

পর্নোগ্রাফি ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বদিউল আলম তুহিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে কুমিল্লা সদরের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বদিউল আলম তুহিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পর্নোগ্রাফি চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর মোবাইল থেকে পারিবারিকভাবে পরিচিত তানিয়া খানম নামে এক নারী ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে সেই ভিডিও এডিট করে অশ্লীল ভিডিও তৈরির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৪ সালের ২২ ডিসেম্বর বোয়ালমারী থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
পুলিশ জানায়, পর্নোগ্রাফি ও প্রতারণায় জড়িত এই চক্রের সদস্যরা হলেন, উপজেলার হরিহরনগর গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে সেলিম খান ওরফে সুমন শিকদার (৩৩), তার স্ত্রী ফারজানা বেগম (৩২), নয়নীপাড়া গ্রামের মুক্তার মোল্লার ছেলে মুজাহিদ (২৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের ইউসুফ খানের মেয়ে তানিয়া খানম (৩২) এবং আলফাডাঙ্গা উপজেলার শিকিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার মেয়ে কাকলী বেগম (৩২)।
জানতে চাইলে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, প্রায় ছয় মাস ধরে প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে মামলার মূলহোতাকে গ্রেফতার করা হলো। এর আগে অন্যান্য আসামিদের মধ্যে কাকলী বেগম, তানিয়া খানম ও মুজাহিদকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।