খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
সেতাবগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে দিন দিন এলাকায় খুনখারাবি ও মারামারির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বোচাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
বুধবার বিকালে বোচাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে রেল কলোনি, বনমালী পাড়া, রেল ঘুন্টি, হাটমাধবপুর ও হাটরামপুরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ লাঠিসোটা, লোহার পাইপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকারসহ যৌথ বাহিনীর অন্যান্য সদস্যরাও অংশ নেন। এদিকে, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তারা চাইছেন এ ধরনের অভিযান আরও বাড়ানো হোক।
স্থানীয় জনগণের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল যৌথ বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, পাশাপাশি সাধারণ মানুষকেও স্থানীয় পুলিশ প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।
তাদের সক্রিয় সহযোগিতাই পারে এ পরিস্থিতি থেকে মুক্তি আনতে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
