খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
সেতাবগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে দিন দিন এলাকায় খুনখারাবি ও মারামারির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বোচাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
বুধবার বিকালে বোচাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে রেল কলোনি, বনমালী পাড়া, রেল ঘুন্টি, হাটমাধবপুর ও হাটরামপুরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ লাঠিসোটা, লোহার পাইপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকারসহ যৌথ বাহিনীর অন্যান্য সদস্যরাও অংশ নেন। এদিকে, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তারা চাইছেন এ ধরনের অভিযান আরও বাড়ানো হোক।
স্থানীয় জনগণের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল যৌথ বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, পাশাপাশি সাধারণ মানুষকেও স্থানীয় পুলিশ প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।
তাদের সক্রিয় সহযোগিতাই পারে এ পরিস্থিতি থেকে মুক্তি আনতে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply