বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

ভারী বৃষ্টিতে ব্রীজের ধস, ভোগান্তি জনসাধারনের

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১০.৫২ এএম
  • ৯২ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথা উপজেলায় টানা ভারী বৃষ্টির ফলে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ধসে পড়েছে। এতে করে এলাকার হাজারো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ব্রিজ ধসে পড়ার কারণে সালথা-মোন্তারামোড় সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি অতিরিক্ত পানি ও স্রোতের কারণে ভেঙে পড়ে।
প্রায় ২৫ বছর আগে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় ইজিবাইক চালক ফায়েজুর বলেন,গত রাতে ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। এখন যাত্রী পরিবহনে চরম সমস্যা হচ্ছে।আমরা দ্রুত এই ব্রিজটি মেরামতের দাবি জানাই।
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, “ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যা সমাধান হবে।
স্থানীয়দের দাবি, যেহেতু ব্রিজটি জনগুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, তাই দ্রুত সংস্কার কাজ শুরু না হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION