নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আলফাডাঙ্গা মাল্টিপারপাস হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবশীষ কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও সমবায় কর্মকর্তা আনোয়া হোসেন।
Leave a Reply