নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল আটটায় শহরের চৌধুরী বাড়িতে শ্রী শ্রী দুর্গা মন্দির লোকনাথ বাবার আশ্রম ও মন্দিরের উদ্যোগে শোভাযাত্রা ও শহর পরিভ্রমণ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে ফিরে আসে। এছাড়া দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল বাল্য ভোগ রাজভোগ, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠান, এবং রাতে ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। এতে ভাগবত পাঠ করবেন দেশের অন্যতম পাঠক বিলব মঙ্গল দেবনাথ।
এছাড়া এখানে নয়দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে।
Leave a Reply