ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধানক্ষেতে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

Doinik Kumar
জুন ৪, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের রেলঘুন্টি জালগাঁও এলাকার একটি ধানক্ষেতে এই লোমহর্ষক দৃশ্যের মুখোমুখি হন স্থানীয়রা।
জানা যায়, ঐ এলাকার চন্দন নামের এক যুবক ধানক্ষেতে কাজ করার সময় প্রথমে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি গত ১২ দিন আগে নিখোঁজ হওয়া ৪নং আটগা ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ মরজিনা বেগম হতে পারে।
তবে এখনও মরদেহের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করা যায়নি। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার জানান, “মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ প্রাথমিকভাবে এটিকে রহস্যময় হত্যাকাণ্ড বলে মনে করছে। মরদেহের অবস্থাও এমন ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যার শিকার হতে পারে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মরজিনা বেগমের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের আশা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।