নিজস্ব প্রতিবেদক, সালথা
দেশের দক্ষিণ-পশ্চিম বঙ্গের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক কুমার’র সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক সাংবাদিক আকাশ সাহার বাবা জিতেন্দ্র নাথ সাহার পঞ্চম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সালথা গ্রামের সাহাপাড়া নিজ বাড়িতে ধর্মীয় আচার রীতি পালনের মাধ্যমে স্বর্গীয় জিতেন্দ্রনাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
স্বর্গীয় জিতেন্দ্রনাথ সাহা সর্বজন শ্রদ্ধেয় একজন পরপোকারী মানুষ ছিলেন। তিনি সালথা সাহা পাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি সালথা বাজারের দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছেন। এছাড়াও তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
২০২০ সালে ২ জুন বিকাল সাড়ে ৪টার সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিতেন্দ্র নাথ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর, তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আকাশ সাহা ও তার পরিবারের সদস্যরা স্বর্গীয় জিতেন্দ্র নাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গলের জন্য সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।
Leave a Reply