নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার সহযোগী ফরহাদ খানসহ আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যার হুমকিসহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রাজু মোল্লা নামের এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় মেজর হায়দার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর যৌথ বাহিনী তৎপর হয় এবং রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply