নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকাল ৩ টায় লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সাইফুল আলম।
এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৮৩৫ টাকা, ব্যায় ১ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৬৬২ টাকা। এছাড়া উদ্বিত্ত ধরা হয়েছে ৪ লক্ষ ৩ হাজার ১৭৩ টাকা। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply