নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দায় এলজিইডির পাকা সড়কের পাশের সরকারি জায়গা দখল করে সেমিপাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইদ্রিস আলীর বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, উপজেলা সদরের নগরকান্দা পৌরসভার ২নং ওয়ার্ডের ছাগলদী মোড়-মিনারগ্রাম এলাকায় ১৫৪ নং নগরকান্দা মৌজার, ২২৪ নং খতিয়ানের ২৯৯ নং দাগের ২৪ শতাংশ জায়গার একটি বসতবাড়ির সামনে এলজিইডির একটি পাকা সড়কের পাশের সরকারি জায়গায় সেমিপাকা দোকানঘর নির্মাণ করছেন নগরকান্দা পৌর আওয়ামীর লীগের সহসভাপতি মোঃ ইদ্রিস আলী এবং তার ছেলে হুমায়ুন কবির পারভেজ।
বসতবাড়ির মালিক দৈনিক যুগান্তর পত্রিকার নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বাবু ওরফে মিজান বাবু বলেন, স্থানীয় ক্ষমতা ও গায়ের জোরে সম্পুর্ণ অবৈধভাবে আমার বাড়ির সামনে আমার আংশিক জায়গা এবং সড়কের পাশের সরকারি জায়গা দখল করে সেমিপাকা দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। ইদ্রিস আলী এলাকায় প্রভাবশালী হওয়ায়, তিনি কোনো বাধা মানছে না। সরেজমিন তদন্ত করে এবং আমার অভিযোগের সত্যতা যাচাই করে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাই।
এ ব্যাপারে মোঃ ইদ্রিস আলী বলেন, এলজিইডির সরকারি পাকা সড়কের পাশে দোকান ঘর তুলতেছি। তবে আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণের তথ্য আমার জানা নেই। তবে এখন সাংবাদিকদের মাধ্যমে অবগত হলাম। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply