ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষকের পদত্যাগ ক্ষমা চাইলেন কলেজ শিক্ষক আওলাদ

Doinik Kumar
জুন ১, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে বুধবার ছাত্র-ছাত্রী ও স্কুল শিক্ষকদের চাপের মুখে পদ ত্যাগে বাধ্য হয়েছেন।
আরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে জানান গত মঙ্গলবার নারুয়া মনসুর আলী ডিগ্রী কলেজের রসায়ন শিক্ষক আওলাদ হোসেন প্রধান শিক্ষক পলাশ কুমারদের সঙ্গে স্কুলে সাক্ষাৎ করতে আসেন, এ-সময় উভয়ের মধ্যে সৌজন্যে মূলক কথাবার্তা শেষে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির রসায়ন বিষয়ক ক্লাস নিতে আগ্রহ প্রকাশ করেন কলেজ শিক্ষক আউলাদ, শ্রেণীকক্ষে প্রবেশ করে রসায়ন বিষয়ক ক্লাস নিতে, বিজ্ঞান বিষয়ক ছাত্রছাত্রীদের মধ্যে রসায়ন সম্পর্কে আলোচনা শুরু করেন।
প্রশ্ন উত্তর পর্বেজনৈক ছাত্রীর লিখিত প্রশ্নের জবাব সন্তোষজনক না হওয়ায়, ছাত্রীর লিখিত উত্তরপত্রটি ছুড়ে ফেলে দেন।পরবর্তীতে বিষয় টি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা কাজ করে। গতকাল বুধবার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগ ও কলেজ শিক্ষক আওলাদের নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার জন্য স্কুল চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয় এর সভাপতি পানি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদারকে জানান। সংবাদ পেয়ে বিদ্যালয়ের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি-দাওয়া শোনেন।
বিদ্যালয়ের সভাপতি মানবেন্দ্র মজমদার বলেনছাত্র-ছাত্রীদের দাবি ছিল প্রধান শিক্ষকের পদত্যাগ ও অভিযুক্ত কলেজ শিক্ষক আওলাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।এই প্রস্তাবের পর তিনি তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।নির্বাহী কর্মকর্তা নির্দেশে তিনি বিষয়টি মিমাংসার চেষ্টা চালান।
অবশেষে ছাত্র-ছাত্রীদের দাবির মুখে অভিযুক্ত কলেজ শিক্ষক আওলাদকে হাজির করা হয় তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং প্রধান শিক্ষকের পদত্যাগ পত্র গ্রহন করেন।
গতকাল বিকাল ৩ টার দিকে অভিযুক্ত কলে শিক্ষক আওলাদ হোসেনকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি এহসানুল হক সিপনের জিম্মায় দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।