ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খাল দখলে ফসলি জমি প্লাবিত, কৃষকদের সড়ক অবরোধ

Doinik Kumar
জুন ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সদরপুর 

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে ভূবনেশ্বর নদের একটি শাখা খাল দখল করে গড়ে তোলা হয়েছে বসতি। এতে করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সাম্প্রতিক কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতে খাল দিয়ে পানি বের হতে না পারায় শত শত একর ফসলী জমি প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ক্ষোভে ফেটে পড়ে কৃষকরা শনিবার (৩১ মে) সকাল থেকে কৃষ্ণপুর- বাড়ৈর হাট আঞ্চলিক সড়ক অবরোধ করেন। সড়কে গাছের গুঁড়ি ও বাশের বেড়া দিয়ে খালটি অবিলম্বে দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানান।

প্রতিবাদকারী কৃষক আবুল হোসেন বলেন, এই খালটাই ছিল আমাদের জমির প্রধান পানি নিষ্কাশনের পথ। এখন সেটা দখল করে ঘরবাড়ি তোলা হয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি।

স্থানীয় আরেক কৃষক মিজান ফকির জানান, আমার এক একর জমির পাট সম্পূর্ণ পানির নিচে। পুরো মৌসুমের কষ্ট একেবারে নষ্ট হয়ে গেল। খাল দখল না হলে এমন হতো না।

এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন বেগম জানান, খাল দখলের বিষয়টি আমাদের নজরে আছে। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।