নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথায় মারামারী মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আবু বক্কার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০মে) রাতে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজার এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বক্কার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত হাচেন মোল্লার ছেলে এবং মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান আটকের বিষয় নিশ্চিত করে বলেন,শনিবার সন্ধ্যার পর বিনোকদিয়া বাজার থেকে সেচ্ছাসেবকলীগ নেতা বক্কার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী সহ মোট ১৪ টি মামলা রয়েছে। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply