ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিশুর লাশ উদ্ধার, ধারণা কাপড় শুকানোর দড়িতে ফাঁস লেগে মৃত্যু

Doinik Kumar
জুন ১, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়ির আঙিনায় খেলতে গিয়ে কাপড় শুকানোর দড়িতে ফাঁস লেগে শিশুটির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর নাম দিলরুবা আক্তার। সে শ্রীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। শিশুটি একই গ্রামে তার নানা ওবায়দুল ইসলামের বাড়িতে থাকত।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাম্মী আক্তার বলেন, আজ সকাল ৯টার দিকে দিলরুবা তার নানার বাড়ির আঙিনায় একাই খেলছিল। পরে শিশুটির নানি মকসুদা বেগম তাকে খুঁজতে গেলে শিশুটিকে কাপড় শুকানোর দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, মাটির দিকে ঝুলে থাকা কাপড়ের দড়ির বাড়তি অংশকে দুই ভাগ করে খেলাচ্ছলে এতে মাথা ঢুকিয়ে দেয় শিশুটি। একপর্যায়ে দড়িতে প্যাঁচ লেগে সে নিচে ঝুলে যায়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।