মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে মঙ্গলবার দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫খ্রি. বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ওয়াল্ড ব্যাংক ও ইফাদ এর আর্থিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রাসরন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। এছাড়া ফরিদপুর কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রকিবুল ইসলাম ও মোঃ আবুল হোসেন মিঞা কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। প্রশিক্ষন কর্মশালাটি সঞ্চালনা ও ভিডিও প্রেজেন্টেশন করেন উপজেরা কৃষি সম্প্রসারন অফিসার মো. শাখাওয়াত হোসেন।
কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মো. ইয়াকুব আলী, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ কাউছার খান, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম মোল্যা ও মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমূখ।
জানা যায়, এ কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার লক্ষ্য পূরণের যাবতীয় কলাকৌশল শিক্ষা দেওয়া হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এসব স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যাবতীয় সমস্যা ও অন্তরায়গুলো সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে সম্মিলিতভাবে সমাদধান করা হবে। সেই সাথে পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের মাধ্যমে সমিতির সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করা হবে। এতে নিরাপদ খাদ্য সরবরাহর জন্য বাজার ব্যাবস্থাপনাও যুক্ত করা হবে বলে জানা যায়।#
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
