নিজস্ব প্রতিবেদক
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে ফরিদপুর শহরের চকবাজারে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৯টি থানার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মাওলানা মুহাঃ বদরুদদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফজলুল হক।
জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা জেলা কিিমিট উপজেলা কমিটি গঠন করার জন্য আহ্বান জানান।
এস এম আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম আল বরাটি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুত তওয়াব, জেলা আমীর মাওঃ মুহাঃ বদরুদ্দীসহ এ সময় অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
