নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথায় উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. হারুন ফকির (৫৮) -কে গ্রেফতার করেছে সালথা পুলিশ।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুন ফকির শৈলডুবি গ্রামের মৃত মোনাউল্লাহ ফকিরের ছেলে এবং তিনি রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান দৈনিক কুমারকে জানান, গতকাল সোমবার দুপুরে রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন ফকিরকে মারামারী ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
