নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি
বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় পল্লী চিকিৎসক মোহাম্মদ আলী (৪৫), স্ত্রী সাবিনা খাতুন (৩৫), পল্লী চিকিৎসকের পিতা বেলায়েত শেখ (৯০) আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলার দিঘির চালার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পল্লী চিকিৎসক মোহাম্মদ আলী বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় বেলায়েত হোসেন অভিযোগ করে এ প্রতিনিধিকে জানান, রবিবার সকাল ৬.৩০ মিনিটের দিকে নবীন, নীল চাদ, মঙ্গল, আজিবর, অঞ্জনা, সুরমান এর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে বাড়ীর গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমার ছেলে মোহাম্মদ আলী (পল্লী চিকিৎসক) ও তার স্ত্রী সাবিনা খাতুনকে বেধরক মারধর করে। ছেলের স্ত্রী কাছে থাকায় গলার স্বর্ণের চেইন, স্বর্ণের চুরি ও ঘরে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ছটকে পরে। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
