নিজস্ব প্রতিবেদক, সালথা
আগামী ২৮ মে ঢাকা, সিলেট, ময়মনসিং-কুমিল্লা ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে ফরিদপুরের সালথায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল সালথা উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার (২৬ মে) বিকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার,সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, জেলা যুবদলের সহসভাপতি কেএম জাফর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন, এ্যাড. মোঃ সুজন, সাংগঠণিক সম্পাদক শহিদুর রহমান, সালথা উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সাফিকুল ইসলাম, মাহফুজ খান, মিরান হোসেন, বালাম হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমূখ।
Leave a Reply