ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তামাকের ভয়াবহতার হাত থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হবে : তাসনিম আরা আজমেরি

Doinik Kumar
মে ২৭, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে প্রশিক্ষকরা বিস্তার আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব কাজী তাসনিম আরা আজমেরি।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সোহরব হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণে শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
প্রধান অতিথি বলেন, তামাকের ভয়াবহতার হাত থেকে আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে পরিবার, শিক্ষক, মসজিদের ইমাম ও পুরোহিতগন। আমাদের আহ্বান থাকবে সমাজে যারা দায়িত্ববান রয়েছে তারা স্ব-স্ব অবস্থান থেকে তামাক বিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখার।
তিনি আরো বলেন, আমরা যদি প্রত্যেকেই ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলেও তামাক থেকে দুরে থাকা সম্ভব হবে।
প্রশিক্ষণে ফরিদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস প্রজেক্টরের মাধ্যমে জনসমক্ষে ধূমপানের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।