রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় ভূমি মেলা শুরু থাকছে ই- নামজারি, অনলাইন রেজিষ্ট্রেশনসহ সকল সেবা ফ্রীতে

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯.০৮ এএম
  • ৬৬ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলায় “ ভূমি অফিস এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের যৌথ উদ্যোগে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়। র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমকেএম রায়হানুর রহমান সাংবাদিকদের সাথে তিন দিন ব্যাপী কর্মসূচি ব্যক্ত করেন বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমিসেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় (২৪/৭) সপ্তাহের সাত দিন দিনরাত চব্বিশ ঘণ্টাই কলসেন্টার ও নাগরিক ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন। নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ ও কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে মেলা চলাকালীন সময়ে নিষ্পত্তির ব্যবস্থা, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা থাকবে। এস.এ শাখার জন্য নির্ধারিত স্টলে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, ভিপি শাখার জন্য নির্ধারিত স্টলে ভিপি লিজ নবায়নের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আগত সেবা প্রার্থীদের সেবাদানের সহযোগিতা ও পরামর্শ দিতেন থাকেন।এ সময় উপস্হিতি ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার শাহা ও নির্বাচন কমিশন কর্মকর্তা হোসনূল অরা তীন সোফিয়া।২৫শে মে থেকে ২৭শে মে পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলায় ভূমি কর মেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION