নিজস্ব প্রতিবেদক, সদরপুর
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় ১২৫টি সুফলভোগী পরিবারের মাঝে ভেড়া, ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সদরপুরের বিভিন্ন চরাঞ্চলে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এবারের কর্মসূচির আওতায় ৫০টি পরিবারের প্রত্যেককে ৩টি করে ভেড়া, ৫০টি পরিবারকে ২টি করে ছাগল এবং ২৫টি পরিবারের প্রত্যেককে ২৫টি করে মুরগি দেওয়া হয়। এ উপলক্ষে পূর্বেই সুফলভোগীদের মাঝে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং খামার নির্মাণের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি অনুদান বিতরণ করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সব্যসাচী মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফারহানা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে চরাঞ্চলের স্বল্পআয়ের পরিবারগুলোর স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা হচ্ছে। পরবর্তী ধাপে আরও ৯৪টি সুফলভোগী পরিবারকে গরু বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আগামী তিন বছরব্যাপী এ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।
