ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধীর জমি আত্মসাত, এলাকাবাসীর মানববন্ধন 

Doinik Kumar
মে ২৫, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

ফরিদপুরের সদরপুরে শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমি প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার নিতাই চন্দ্র দে নামের এক অ্যাডভোকেটের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাররশি গ্রামে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী স্বপনের স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চার রশি মৌজার সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন স্থানীয় এক প্রভাবশালীর সাথে মামলা চলছিল। শারীরিক প্রতিবন্ধকতা ও অসচ্ছলতার সুযোগ নিয়ে নিতাই মামালা চালিয়ে নেয়া কথা বলে স্বপনের পৈত্রিক জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেন।
স্বপন ঘোষ বলেন, আমি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। আমার জমি কৌশলে কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই আমার ন্যায্য সম্পত্তি ফিরে পেতে। প্রশাসনের কাছে আমার আকুতি- এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয়, বরং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, তার একটি দৃষ্টান্ত। মানববন্ধনে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিবন্ধী স্বপনের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত নিতাই চন্দ্র দে’র সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।