নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের তহবিল থেকে পদ্মার চরাঞ্চলের দু’টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে গত বৃহস্পতিবার ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। উপজেলার চরঝাউকান্দা ইউযনিয়নের চর কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ও হুকুম আলী চৌকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা চর কল্যানপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দু’টি স্কুলের শিশুদের হাতে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।
জানা যায়, পদ্মা নদীর চরাঞ্চলের শিক্ষা ব্যাবস্থাকে আধুনিকায়ন করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন চরের শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন করেন। প্রতিজন শিশু শিক্ষার্থীকে এক সেট স্কুল ড্রেস, একটি করে স্কুল ব্যাগ, খাতা কলম ও ক্রীড়া সামগ্রী সহ মোট ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
এসব ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরন হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে এবং নিয়মিত স্কুলে আসার প্রত্যায় ব্যাক্ত করে।
