ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুলতানপাড়া পাক দরবার শরীফের পীর শাহ কামাল উদ্দীন আর নেই

Doinik Kumar
মে ২৫, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সালথা

ফরিদপুরের সালথা উপজেলার সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন ওরফে কামাল হুজুর (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি ও ভক্ত রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন অসুস্থ্য ছিলেন। অসুস্থ্যতার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (২২) বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ দরবার শরীফের আঙ্গিনায় দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাবাসী ও হাজারো ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সুলতানপাড়া পাক দরবার শরীফের পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।