নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মোৎসব পালিত হয়েছে। এ সময় তার জীবনী ও লেখা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। ফরিদপুর জেলা পরিষদের হল রুমে শনিবার বিকেলে নজরুল জন্মোৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজে একান্ত নজরুল আবশ্যক, কারন নজরুল বৈষ্যিক মানবিকতার কথা বলেছেন। বর্তমান বিশ্ব বিবেকের উপস্থিতি নেই। গাজায় যে অমানবিকতা চলছে, বিনা কারনে মানুষ হত্যা হচ্ছে। তার বিরুদ্ধে কথা না বলে, মধ্যপ্রাচ্যর দেশগুলো ব্যবসার প্রসার করছে। অস্ত্র ও আধুনিক যুদ্ধাস্ত্র কেনা নিয়ে ব্যস্ত রয়েছে। বিশ্ব ভয়ানক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছে। এজন্য আমাদের নজরুল কে প্রয়োজন। কারন নজরুল দেশ ও আন্তর্জাতিক মানবিকতার কথা বলেছেন।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম, টাইমস ইউনির্ভারসিটির ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
, রাজবাড়ি সাহিত্য পরিষদের সহ-সভাপতি আজিজা খানম, কবি শামিম আরা বেগম, ফরিদপুর সাহিত্য পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করিমসহ অন্যান্যরা।
Leave a Reply