নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে গত ১২ মে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ও গত ১৩ মে আঞ্জুমান মফিদুল ইসলাম কতৃক দাফনকৃত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় এখনও খুঁজে পায়নি পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ২২ থেকে ২৭ বছর বলে ধারনা করছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম সহ একাধিক মাধ্যমে লাশের পরিচয় সনাক্তে প্রচারণা চালিয়ে ও নানাভাবে চেষ্টা করেও তাঁর পরিচয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি। গতকাল শনিবার ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
