চরভদ্রাসন প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের তহবিল থেকে পদ্মার চরাঞ্চলের দু’টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে গত বৃহস্পতিবার ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। উপজেলার চরঝাউকান্দা ইউযনিয়নের চর কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ও হুকুম আলী চৌকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা চর কল্যানপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দু’টি স্কুলের শিশুদের হাতে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।
জানা যায়, পদ্মা নদীর চরাঞ্চলের শিক্ষা ব্যাবস্থাকে আধুনিকায়ন করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন চরের শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন করেন। প্রতিজন শিশু শিক্ষার্থীকে এক সেট স্কুল ড্রেস, একটি করে স্কুল ব্যাগ, খাতা কলম ও ক্রীড়া সামগ্রী সহ মোট ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। এসব ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরন হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে এবং নিয়মিত স্কুলে আসার প্রত্যায় ব্যাক্ত করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
