ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় অর্ধশত বছরের চলাচলের পথ বন্ধ করে নতুন ঘর নির্মাণের অভিযোগ

Doinik Kumar
মে ২২, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সাহা, সালথা

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে অর্ধশত বছরের চলাচলের পথে নতুন ঘর নির্মান করে,প্রতিবেশির পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ওই গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে রাজ্জাক মাতুব্বর (৪০) এর বাড়ি যাওয়ার কোন পথই নেই।যে পথ দিয়ে প্রায় অর্ধশত বছর ধরে চলাচল করে আসছিলো রাজ্জাক মাতুব্বরের পরিবারসহ আরো পাঁচটি পরিবার,হঠাৎ পথটি বন্ধ হওয়াতে বিপাকে ওই পরিবারগুলি। অথচ সেই পথের জমি রাজ্জাকের বাবা ইউনুস মাতুব্বরের পৈতৃক সম্পত্তি। রাজ্জাকের চাচাতো ভাই এবং তার প্রতিবেশী আছাদ মাতুব্বর রাস্তার পাশ দিয়ে দখলে থাকলেও,চাচাতো ভাই রাজ্জাকদের চলাচলের পথ ছিলো তাদের বাড়ির উপর দিয়ে। হঠাৎ সেই পথের উপর আছাদ মাতুব্বররা নতুন ঘর নির্মান করলে বিপাকে পড়ে রাজ্জাকসহ আরো পাঁচটি পরিবার। স্থানীয় ভাবে সালিশ মিমাংশায় কোন উপকারে অসেনি ভুক্তভোগি ওই পরিবার গুলোর। গ্রাম্য সালিশ উপেক্ষা করে আইনের দ্বারস্ত হয় রাজ্জাক ও তার পরিবার এখানেও কোন প্রতিকার হয়নি রাজ্জাকের । থানায় একাধিকবার সালিশ হলেও তা মানছে না আছাদ মাতুব্বররা। গ্রাম্যভাবে বা গোষ্টি হিসাবে প্রভাবশালী হওয়ায় কোন মিমাংশাই মানছে না আছাদ মাতুব্বররা।

ভুক্তভোগী রাজ্জাক মাতুব্বর বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত আমি ও আমার পরিবারের লোকজন আমার চাচাতো ভাই আছাদ মাতুব্বরদের বাড়ির ভিতর দিয়ে আমরা চলাচল করতাম। হঠাৎ ওই পথের উপর দিয়ে ঘর নির্মান করে আমাদের পথ বন্ধ হয়ে যায়। এতে আমরা পাঁচটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। এই বন্ধিদশা থেকে মুক্তি পেতে
আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত আছাদ মাতুব্বর বলেন,আমি বা আমরা কারো পথ বন্ধ করি নাই।তাদের চলাচলের জন্য অন্য জায়গা দিয়ে পথ দিয়েছি।থানায় একপেশীও সালিশ করেছে আমরা তা মানি নি।

সংস্লিষ্ট ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জয়নাল বলেন, আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে জানায় নি। শুনেছি থানায় কয়েক তরফা সালিশ হয়েছে। কোন সমাধান হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রাজ্জাক মাতুব্বরের অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে ডেকে এলাকার শান্তির লক্ষে মিমাংসা করার চেষ্টা করেছি। কোন পক্ষ না মানলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।