ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

Doinik Kumar
মে ২২, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ 

দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে জয়শ্রী রায় (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার আউলিয়াপুরে এ ঘটনা ঘটে।

জয়শ্রী রায় উপজেলার ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে। সে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

আহতরা হলেন, জয়শ্রী রায়ের মা কাকলি রানী রায় (৩২) ও ৬ নম্বর অমরপুর গ্রামের লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন (৩৫)।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়। এ সময় ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে বাবা-মায়ের সঙ্গে জয়শ্রী রায় বাড়ির পাশের লিচু বাগানে খেলছিল। এসময় বজ্রপাতে জয়শ্রী রায় ঘটনাস্থলে মারা যান।এসময় তার মা কাকলি রানী রায় আহত হয়েছেন।

একই সময় ৬ নম্বর অমরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কাজ করার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আহসান হাবিব, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।