ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন প্রবাসী 

Doinik Kumar
মে ২০, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাগর আহম্মেদ ওরফে ফাইজুর নামের এক দুবাই প্রবাসী সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৯ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর প্রবাসীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি লিখত বক্তব্যে বলেন, তার চাচাতো ভাই সিহাব শেখ (১৭) দীর্ঘদিন ধরে নেশাসক্ত ও এলাকার অসামাজিক ছেলেদের সাথে চলাফেরা করে আসছে। একজন অভিভাবকসুলভ চাচাতো ভাই হিসেবে তিনি সিহাবকে বারবার ভালো পথে চলার জন্য শাসন করে আসছিলেন। এই কারণেই সিহাব শেখ ও তার মা লিমা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাগর আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানোর হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

সাগর আহম্মেদ আরও জানান, ১৬ মে ২০২৫ তারিখে চাচি লিমা বেগম সদরপুর থানায় তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয়, একটি অনলাইন পোর্টালে সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করানো হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, এলাকার কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার সামাজিক মর্যাদা ও মান-সম্মানে আঘাত করেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।