খাঁন মোঃ আঃ মজিদ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর এলাকায় পাঁচজন মামলার আসামির মধ্যে তিনজনের পলায়নের ঘটনায় দুইজন প্রভাবশালী ব্যক্তির—জনপ্রতিনিধি মিরা কাশ্মীরি ও আব্দুল মালেক ওরফে চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং, রাত আনুমানিক ৮টার দিকে ৪ নম্বর আসামি আশা আক্তার পিবিআই এর ২ কর্মকর্তাদের উপস্থিতিতে স্বামীর বাড়ি থেকে পাঁচিল টপকে পালিয়ে যায় । ওই সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পিবিআই ২ অফিসার মোঃ মোস্তফা খান এবং এসআই বাসুদেব। অভিযোগ রয়েছে, তার কিছু দিন পরে আসামি মিরা কাশ্মীরি ও আব্দুল মালেক ওরফে চৌধুরী কেবল পলায়নে সহযোগিতা করেননি, তারা ভুক্তভোগী বাদীর বিরুদ্ধেও মুঠোফোনে দিনাজপুর পিবিআই পুলিশের কাছে বিভিন্নভাবে মিথ্যাচার করে প্রভাব বিস্তার করেন।
উল্লেখযোগ্য যে, এই ঘটনাসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে দায়ের করা ২৪৩ নম্বর মামলার পাঁচজন আসামির মধ্যে রয়েছেন: ১. মোঃ লাইসুর রহমান
২. আব্দুল মালেক ওরফে চৌধুরী
৩. মিরা কাশ্মীরি
৪. আশা আক্তার
৫. লিপি আক্তার
এই পাঁচজনই এর মধ্যে ৩ জন পলাতক আসামি হিসেবে বিবেচিত।
বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩
দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩
দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং ৯২পি/২৩
মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে বাদীর দুই শিশুর কন্যাকে অপহরণ করে আসামিরা যার কোতোয়ালি থানার জিডি নং ২১৯৫/২৪
বোচাগঞ্জ থানার জিডি নং: ৩৩৩/২৪।
দিনাজপুর কোর্ট সিআর নং ৯০১/২৪
দিনাজপুর কোর্ট সিআর নং ২৫৪/২৪
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আসামি মিরা কাশ্মীরি, আব্দুল মালেক ওরফে চৌধুরীসহ আরও কয়েকজনের সহায়তায় গুচ্ছগ্রাম আবাসন থেকে আসামিরা পলায়ন করে এবং বর্তমানে তারা টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
