ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় যানজটে বাড়ছে ভোগান্তি 

Doinik Kumar
মে ১৮, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা

জীবিকার তাগিদে উপজেলা মুখী  হচ্ছে মানুষ। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিদিন গ্রাম থেকে উপজেলার শহরে আসছে। কেউ উপজেলা শহর থেকে যায়, আবার কেউ কর্ম শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। নগরকান্দা উপজেলা সদরে দিন দিন বাড়ছে মানুষ। আর মানুষের যোগাযোগের জন্য বাড়ছে বিভিন্ন যানবাহন। ফলে গত ১ দশকে উপজেলায় কয়েকগুণ মানুষ এবং যানবাহনের সংখ্যা বেড়েছে। কিন্তু রাস্তাঘাট রয়েছে আগের মতই। যদিও রাস্তা নতুন করে সংস্কার করা হয়েছে তাতে কোন লাভ হয়নি। প্রশস্ত  আগের মতোই, নেই ফুটপাত। যদিও সামান্য ফুটপাত রয়েছে, সেই ফুটপাত দখল করে রেখেছে অস্থায়ী দোকান,স্থায়ী দোকানের মালামাল এবং বাড়ির নির্মাণ সামগ্রী। অপরিকল্পিতভাবে উপজেলা সদরে ব্যাটারী চালিত অটোচার্জার (ইজিবাইক), নসীমন ও ভ্যান বৃদ্ধি পেয়েছে। তিন চাকার এসব যানবাহনে চালকরা মানছে না কোন নিয়মকানুন। কে কার আগে যাবে এ নিয়ে প্রতিযোগিতা। এদের বেপরোয়া চলাচল, যেখানে সেখানে যাত্রী  উঠানো- নামানো কারণে প্রায়ই সৃষ্টি হয় যানজট। ঘটে দুর্ঘটনা। ইজিবাইক, ব্যাটারি চালিত অটো রিক্সার বেশিরভাগ চালক অদক্ষ এবং অপ্রাপ্তবয়স্ক। কখনো কখনো গাড়ি চলায় নেশাগ্রস্ত অবস্থায়।
স্থানীয়রা জানান, নতুন করে কোন রাস্তা তৈরি এবং প্রশস্ত না হওয়ায় বাড়ছে যানজট। তাছাড়া ফুটপাত দখল থাকায় সড়কের ওপরে সব সিএনজি, ভ্যান, রিক্সা ও ব্যাটারিচালিত ইজিবাইক সারাক্ষণ পার্কিং করা থাকে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অপরদিকে বাড়ছে ভোগান্তি। যানবাহনের শব্দে অতিষ্ঠ উপজেলা বাসি। উপজেলাবাসী ও পথচারীদের ভোগান্তি কমাতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। রাস্তার পাশে স্থায়ী দোকান থাকার  পর দোকানের সামনে ফুটপাত দখল করে সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান ব্যবসায়ীরা তাদের দোকান পরিচালনা করেন। শাহিন প্লাজার সামনে, মসজিদ মার্কেটের পাশে, কলেজ রোডে দুপাশে, তেলের পাম  রোডে,বাজার রোডে, চারমাথা মোড়ে, তিনমাথা মোড়ের স্থায়ী দোকানীরা তাদের দোকানের সামনে জায়গা দখল করে মালামাল রাখেন। এতে করে রাস্তায় ভ্যান, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, নাসিমন ও নানাবিদ ছোট যান চলাচল করায় পথচারীদের ভোগান্তিতে পড়তে  হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রহিম মিয়াসহ একাধিক পথচারী জানান, এ রাস্তা দিয়ে তো ইউ এন ও, এসি ল্যান্ডসহ প্রশাসনের অনেকেই যাতায়াত করে। জ্যামে তো তারাও পড়ে। তাহলে এগুলো উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয় না কেন? এগুলো দেখা কি কেউ নেই?
এ বিষয়ে বাজার-বাণিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,(দুলু) বলেন, আমাদের এখানে শক্তভাবে কোন পদক্ষেপ নেয়া হয় না। তাই যে যার মত চলছে। আমরা ব্যবসায়ীরা অনেকবার এ বিষয়ে পদক্ষেপ নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। প্রশাসনিকভাবে জোরালো পদক্ষেপ নেওয়া অতি জরুরী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির বলেন, এ সমস্যার সমাধানে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। যানজট নিরসনের দ্রুত সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমরা এ বিষয়ে কাজ করছি। শিগগিরই সমস্যা কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।