নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
পাবনার সুজানগর থেকে ফরিদপুর জেলার বোয়ালমারীর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় র্যাব ১২ এর অভিযানে অপহৃত উদ্ধার এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, (গত ১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার ওয়াপদামোড়ে মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সঞ্জয় কুমার পাল (৩৮) ব্যবসায়ী কাজে পাবনার সুজানগর উপজেলার ভেশুর মোড় এলাকায় গেলে তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অভিযুক্তরা ভিকটিমকে একটি মাইক্রোবাসে তুলে প্রথমে বেনাপোল নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অপহরণকারী ওয়াহেদ মোল্লার (৪৫) বাড়িতে নিয়ে গিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী লিপি রানী পাল (১৩ মে) বোয়ালমারী থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নং-৫৯০)।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১২-এর একটি বিশেষ দল বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনার সুজানগর উপজেলার জোড়পুকুরিয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সঞ্জয় পালকে উদ্ধার এবং অপহরণকারী ওয়াহেদ মোল্লাকে গ্রেফতার করে।
পরে ভিকটিমের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সুজানগর থানায় শুক্রবার (১৬ মে) মামলা নং-১২ রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৬৫/৩৪৩/৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
