সোমির কান্তি বিশ্বাস, বালিয়াকান্দি
বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায় সকাল ৯.৩০ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন যুবক মাসুদ মোল্লা মৃত্যু হয়।মাসুদ মোল্লা বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্য ছিলেন বলে বলে দাবিও করেন কয়েকজন।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের সাথে কথা বলেছি।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৪ বছর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মাসুদ মোল্ল। এরপর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। সকালে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
