নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে (২৫) ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার দুপুর ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের শহর শাখায় (ডিগ্রি শাখা) এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত জোবায়ের প্রমুখ।
প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান বলেন, শাহরিয়ার আলমকে দুর্বৃত্তকারীরা নির্মমভাবে হত্যা করেছে। এ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদীর সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। পাঁচ আগস্টের পরও আমাদের ছাত্রদলের নেতাদের হত্যা করা হচ্ছে। সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে আন্দোলন সংগ্রামের ডাক দিবে।
বক্তারা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও ষড়যন্ত্র থেমে নেই। ছাত্রনেতা শাহরিয়ার আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় ছাত্রদলের অনেক নেতা গুম হয়েছে, হামলা -মামলার শিকার হয়েছে। ছাত্রদল লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যার বিচার করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
এর আগে একই দাবিতে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রনেহা হত্যার বিচার দাবি করে শ্লোগান দেওয়া হয়।
